হ্যাপি হাগ্ ডে

12

শ্রী অনিকেত

বঙ্গ সংস্কৃতিতে হাগ্ বা আলিঙ্গন নতুন কিছুনা। নববর্ষ থেকে বিজয়া। এই আলিঙ্গন আমাদের অন্তরিকতা প্রকাশের একটা মাধ্যম।

তবে এই ১২ ই ফেব্রুয়ারীর হাগ্ ডে পালনের শুরুটা হয়েছিলো একটু অন্য ভাবে, প্রথম বার হাগ্গিং ডে বা আলিঙ্গন দিবস পালন হয়েছিলো 21 এ জানুয়ারি 1986 পরে অবশ্য প্রেমের সপ্তাহে আলাদা করে এই দিন পালন করা শুরু হয়।

এই হাগ্ বা আলিঙ্গন যে সব সময় বাহ্যিক হতে হবে তাও নয়, অন্তরের উষ্ণতা ও আন্তরিকতা থাকলে দৈহিক দূরত্বকেও জয় করা যায়…
শুধু প্রেমিক প্রেমিকা নয় নিজের কাছের মানুষ, প্ৰিয় মানুষকে বুকে টেনে নিয়ে আজ সম্পর্ককে আরো মধুর আরো মজবুত করে নেয়াযায়।

কাছের থাকুন বা দুরে নিজের প্রিয়জনকে আজ বুঝিয়ে দিন আপনি তাকে কতোটা ভালোবাসেন।
সবাইকে আলিঙ্গন দিবসের শুভেচ্ছা।
ভালো থাকুন।