শ্রী অনিকেত
এই ভ্যালেন্টাইন্স উইক এর সব থেকে গুরুত্বপূর্ণ দিন এই এগারোই ফেব্রুয়ারী যা প্রমিস ডে রূপে পালিত হয়। কারন প্রেম মানেই প্রতিশ্রুতি।
একে অন্যের পাশে থাকার প্রতিশ্রুতি।
একে অন্যকে ভালো রাখার প্রতিশ্রুতি।
প্রতিশ্রুতি ছাড়া প্রেম অর্থহীন।প্রেম শুধু আনন্দ বা প্রাপ্তি নিয়ে আসেনা,কিছু দায়িত্ববোধ কিছু কর্তব্যও নিয়ে আসে জীবনে,আর সেই দায়িত্ব বা কর্তব্য পালনের প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি রক্ষা প্রেমের সব থেকে বড়ো চ্যালেঞ্জ।আজ সেই প্রতিশ্রুতির দিন।আজ একে অন্যের প্রতি
বিশ্বাস রাখার দিন।
তবে প্রমিস করার থেকেও বড়ো কথা প্রমিস বজায় রাখা, তাই শুধু আজীবন পাশে থাকার প্রমিস নয়, হাতে হাত রেখে একে অন্যের সব দুক্ষ আনন্দ ভাগ করে নেয়ার প্রমিস নয়, প্রমিস করতে হবে প্রতিটা প্রমিস যেনো অক্ষরে অক্ষরে পালন হয় তবেই প্রমিস ডের সার্থকতা।
আজ মন থেকে প্রমিস করুন এবং যদি ভালোবাসা খাঁটি হয় তবে প্রমিস পালন করুন।
ভালো থাকুন। সবাইকে জানাই হ্যাপি প্রমিস ডে।