প্রপোজ ডের শুভেচ্ছা

21

জ্যোতিষী শ্রী অনিকেত

অনেক ভালোবাসা পরিণতি পায়না সঠিক সময়ে নিজের মনের মানুষকে মনের কথা খুলে বলতে না পারার জন্য। শুধু ভালোবাসলে হবেনা। মনের কথা বলতে জানতে হবে নাহলে প্রেম স্মৃতি থেকে যাবে।আর এই প্রেম নিবেদন করার শ্রেষ্ঠ দিন আজ।
আজ প্রপোস ডে অর্থাৎ প্রেম নিবেদনের দিন।

আজ আটই ফেব্রুয়ারী দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় আর যেহেতু এই দিন টি ভ্যালেন্টাইন্স উইক এ পড়ে তাই মূলত প্রেম নিবেদনের দিন হিসেবে দেখা হয় তবে  যে কোন সুউদ্দেশ্য নিয়ে করা কাজ  এ দিন নাকি সফল হবেই|সে কারণেই বিশ্বব্যাপী এই দিনটিকে প্রোপোজ ডে হিসেবে পালন করা হয়|শুধু প্রেম নিবেদন নয় আজ সারাজীবন একে অপরের সাথে থাকার অঙ্গীকার করার দিন।

সব সংশয় দুরে সরিয়ে রেখে আজ মন খুলে নিজের প্ৰিয় মানুষটিকে মনের কথা বলুন, সমস্যা কে ভয় পাবেননা, নিজের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা কে প্রশ্রয় দেবেন না, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।আপনার উদ্দেশ্য যদি সৎ হয়। ভালোবাসা যদি হয়। চিন্তার কোনো কারন নেই।
সততা আর সাহস থাকলে আপনার প্রেম পূর্ণতা পাবেই।

আজ প্রপোজ ডের শুভেচ্ছা রইলো সবার জন্য।প্রান খুলে প্রপোজ করুন।ভালো থাকুন।