শ্রী অনিকেত
আমাদের সভ্যতায় গোলাপ শুধু প্রেম নয় বরং শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সৌজন্যতার প্রতীক।
এই নানা রঙের গোলাপ এবং তার নানারকম ব্যবহার আর আজ শ্রদ্ধা জানানো হয় রোজ ডে সেলিব্রেট করার মধ্যে দিয়ে।
আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে রোজ ডে, এবং রোজ ডে দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ পালন যারা সমাপ্তি হবে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে।যদিও আমি বিশ্বাস করি প্রকৃত ভালোবাসার সমাপ্তি বলে কিছু নেই তা শাস্বত।
আসুন এই গোপাপের দিনে গোপাল সম্পর্কে আরেকটু বিস্তারিত ভাবে জেনে নিই।
সৌন্দর্য ও ভালবাসার প্রতীক হল লাল গোলাপ। আবার ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ আবার কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা। কমলা গোলাপ আবেগ, উদ্দীপনার প্রতীক হিসেবে ধরা হয়। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের অর্থাৎ বন্ধুত্বের প্রতীক হলুদ গোলাপ। অর্থাৎ রং এবং উদ্দেশ্য অনুসারে গোলাপ নির্বাচন করতে হয়।ইদানিং কালো গোলাপ ও পাওয়া যায় যা খুবই দুর্লভ এবং মূল্যবান।
যে গোলাপ আমাদের এতো কিছু দিয়েছে তার জন্য যদি একটি নিদ্দিষ্ট দিন ধার্য্য হয় তাতে
মন্দ কিছু নেই।
আপনাদের সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। প্রতিটি সম্পর্ক হোক গোলাপের মতো সুন্দর।
ভালো থাকুন। ভালোবাসায় থাকুন।আর নিজের প্রিয়জনকে অবশ্যই গোপাল দিন।