মৌনী অমাবস্যার গুরুত্ব

46

শ্রী অনিকেত

আগামী ২৮ এ জানুয়ারি এই বছরের মৌনী অমাবস্যা।মৌনী শব্দ টির উৎপত্তি মৌন থেকে, অর্থাৎ নিঃশব্দে বা মৌন ব্রত পালন করে আজ ঈশ্বরের আরাধনা করার দিন|মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাই মৌনী অমাবস্যা|আবার অন্য একটি ব্যাখ্যা অনুসারে এই তিথিতেই জন্মে ছিলেন মহান ঋষি মনু বলা হয় ঋষি  মনুর নাম থেকেই মৌনী অমাবস্যা নামকরন|

আধ্যাত্মিক ভাবে, পূর্ব জন্মের পাপ খণ্ডন ও যাবতীয় সাংসারিক দুক্ষ কষ্ট থেকে মুক্তি পেতে ও জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে উন্মুক্ত হয়ে মোক্ষ লাভের আশায় বহু মানুষ এই দিনে পবিত্র নদী সঙ্গমে স্নানে করেন।তিথি অনুসারে এই অমাবস্যা তিথি জ্যোতিষ ও তন্ত্র জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে চন্দ্র ও সূর্য এক সাথে মকর রাশিতে অবস্থান করবে|

এই মহা কুম্ভের পবিত্র সময়ে মৌনী অমাবস্যা নিঃসন্দেহে সনাতন ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় অনুষ্ঠান।যদিও জ্যোতিষ প্রতিকার সারা বছরই গ্রহন করা যায় তবে শাস্ত্র মতে এই বিশেষ অমাবস্যা তিথিতে প্রতিকার গ্রহন করলে তার ফল আসে অনেক দ্রুত ও প্রভাব পড়ে অনেক বেশি।

যারা বিশেষ তন্ত্র মতে সমস্যার সমাধান চান বা
এই তিথিতে হোম যজ্ঞের মাধ্যমে গ্রহগত অশুভ প্রভাব থেকে চীরতরে মুক্তি পেতে চান। নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন।