শুভ জন্মদিন নেতাজী

14

শ্রী অনিকেত

যদিও বহু বাঙালি মনীষী আমাদের জাতিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন একাধিক বার তবু এই দুজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকে আমিও সর্বাধিক শ্রদ্ধা করি, একজন স্বামী বিবেকানন্দ ও অন্যজন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং যতদিন যাচ্ছে এই দুজনের জনপ্রিয়তা ততোই বাড়ছে।

ভারতের শতকোটি মানুষের কাছে নেকাজি সুভাষচন্দ্র বসু এক জীবনদর্শনের নাম। যার অন্তর্ধান আজও রহস্য দেশবাসীর কাছে। তিনি বাঙালির গর্ব।দেশের সম্পদ।

নেতাজি শুধু কোনো রাজনীতিবিদ বা স্বাধীনতা সংগ্রামী নন, তিনি আমার কাছে একটি আদর্শ একটি জীবন দর্শন, যে আদর্শ আপোষহীন সংগ্রাম শেখায়, মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। এক গালে চড় খেলে যে আরেক গাল এগিয়ে না দিয়ে পাল্টা আঘাত হানা যায় এই চরম বাস্তব নেতাজীই আমাদের শিখিয়েছেন।

তাঁর মৃত্যু দিন একদিন হয়তো জানা যাবে, হয়তো অনেক রহস্য থেকেই পর্দা উঠবে একদিন তবে এই বীর বঙ্গ সন্তানের কোনো মৃত্যু নেই, তিনি অমর, আমাদের মনে,আমাদের অন্তরে তিনি তিনি চিরকাল জীবিত এবং রাজার আসনে বিরাজমান। তিনি ভারত রত্ন না হলেও ভারতের সর্বশ্রেষ্ঠ রত্ন তা নিয়ে সন্দেহ নেই।

জন্মদিনে এই মহামানব কে জানাই
আমার প্রনাম এবং শ্রদ্ধা|জয় হিন্দ।
বন্দে মাতরম|