মকর সংক্রান্তির শুভেচ্ছা

52

শ্রী অনিকেত

মকর সংক্রান্তি একাধারে পৌরাণিক এবং লৌকিক একটি ধর্মীয় উৎসব। পৌরাণিক কারন শাস্ত্র অনুসারে আজ কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরে এসে মিশেছিলেন মা গঙ্গা এবং ভগীরথের পূর্ব পুরুষরা কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলো সেই পবিত্র গঙ্গা জলের স্পর্শে।

আবার লৌকিক মতে পৌষ মকর সংক্রান্তি তে পৌষ পার্বন উৎসব পালন করা হয় যা একটি সামাজিক মিলন উৎসব। গ্রাম বাংলায় এই দিনে পীঠে পুলি খাওয়ার রেয়াজ বহু দিনের|

জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজকের এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে।
হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শেষ দিন। নতুন ফসল ঘরে ওঠার আনন্দ উদযাপন করা হয় পৌষ পার্বন পালন করে।

সনাতনীদের বিশ্বাস এই তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি মেলে সকল পাপ থেকে, পাওয়া যায় আধ্যাত্মিক শান্তি এবং মোক্ষ|তাই গঙ্গাসাগর এবং কুম্ভ মেলায় লক্ষ্য লক্ষ্য মানুষ আসেন এই বিশেষ তিথিতে গঙ্গায় ডুব দিয়ে পাপ খণ্ডন করতে বা মোক্ষ লাভ করতে|মানুষের সাথে মানুষের মিলন, এই তো যেকোনো উৎসবের শেষ কথা|

এবছর আবার অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। দুর্লভ মহা যোগ সৃষ্টি হচ্ছে এই দিনে। তাই এই বছরের মকর সংক্রান্তর তাৎপর্য অপরিসীম।

শাস্ত্র মেনে মকর সংক্রান্তি পালন করুন, আনন্দ করুন স্বপরিবারে। সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং অভিনন্দন।