উপরত্ন – মুনস্টোন

261

জ্যোতিষ শাস্ত্র মতে এই উপরত্ন মুনস্টোন পাথরের অনেক উপকারিতা|মনে করা হয় চাঁদ মানুষের মন কে নিয়ন্ত্রণ করে মুন পাথরকে ব্যবহার করা হয় মানুষের মনের শান্তির জন্য।মন শান্ত থাকলে চিন্তা শক্তি ঠিক মতো কাজ করে আত্মাবিশ্বাস আসে তাই জীবনে সাফল্য আসে সহজেই|মুনস্টোন এর সাথে গভীর সম্পর্ক রয়েছে মানুষের মনের|

মুন স্টোন কে বাংলায়  “চন্দ্রকান্ত মনি” বলে । রাশি তত্ত্ব হিসেবে যাদের চন্দ্র গ্রহের খারাপ প্রভাব রয়েছে তাদের মুন পাথর ব্যবহার করতে বলা হয়ে থাকে।কিন্তু এটুকু জানা যথেষ্ট নয়|আরো অনেক বিষয় আপনাদের জানা দরকার মুন স্টোন সম্পর্কে|আবেগ নিয়ন্ত্রণে রাখাতে এবং চিন্তা শক্তি বাড়াতে মুন পাথর উপকারী।যাদের প্রচণ্ড রাগ, যারা অল্পতে খুব বেশী রেগে যান তাদের রাগ প্রশমিত হতে পারে মুন পাথর ব্যবহারের ফলে। মনের জোর  বাড়াতে মুন পাথর ব্যবহার করা যেতে পারে।ধ্যান, স্থিরতা জন্য এ পাথর খুব খুব উপকারী।

যদি কেও তার দুচোখের উপর মুন পাথর ছোঁয়ায় তাহলে সাথে সাথে তিনি একটি শীতল অনুভূতি পাবেন।মানুষিক স্থিরতা বঝায় রাখার জন্য এ পাথর বেশ উপকারী।মেয়েদের শারীরিক হরমনের ভারসাম্য রাখতে সাহায্য করে মুন পাথর, বিশেষ করে ঋতুচক্র ও সন্তান প্রসবের ব্যাথা কমাতে সাহায্য করে।জ্যোতিষ শাস্ত্রে মুক্তর বিকল্প হিসেবে যুগ যুগ ধরে সফল ভাবে মুনস্টোন ব্যবহার হয়ে আসছে|

ছেলেদের অতিরিক্ত রাগ কমাতে সাহায্য করে থাকে মুন পাথর।যে মানুষ গুলো দুশ্চিন্তা গ্রস্থ, আত্মবিশ্বাসের অভাবে ভুগে থাকেন তাদের জন্য উপকারী রত্ন পাথর মুন।মুন পাথর নাক দিয়ে রক্ত পরা, বদ হজম ও সান স্ট্রোক থেকে রক্ষা পেতে সাহায্য করে।অনেকে আবার মুন পাথরকে ভালোবাসার পাথর বলে থাকেন। প্রকৃত ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতে নাকি মুন পাথর সাহায্য করে থাকে।সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধিতে মুন পাথর সাহায্য করতে পারে।অনিদ্রা জনিত সমস্যায় মুন পাথর খুব উপকারী।

জন্ম ছকে চন্দ্রের অবস্থান দেখে ঠিক করতে হবে মুন স্টোন পড়া যাবে কিনা এবং কতটা পড়তে হবে|আসল মুন স্টোন সঠিক ভাবে শোধন করে পড়লেই কাজ হবে|তবে সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে এই উপরত্ন ধারন করুন|ভালো থাকুন|পড়তে থাকুন |প্রয়োজনে যোগাযোগ করুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here