তন্ত্র কথা

355

বশীকরন

একজন পেশাদার জ্যোতিষী ও তন্ত্র বিশেষজ্ঞ  হিসেবে বশীকরণ সম্পর্কে কিছু বা অনুরোধ বার বার শুনতে হয়, বশীকরণ নিঃসন্দেহে তন্ত্র শাস্ত্রের একটি অঙ্গ|আজ তন্ত্র কথায় বশীকরণ সংক্রান্ত কিছু তথ্য, কিছু ব্যাখ্যা আপনাদের সামনে রাখবো|বশীকরণ” শব্দের অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তুকে, নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রণ করা। বশীকরণ বলতে, শুধু মেয়ে বা ছেলে বশীকরণ এর ব্যাখ্যা, নিতান্তই আপেক্ষিক।

একজন সাহিত্যিক তাঁর অনুপম সৃষ্টির মাধ্যমে, একদমই অচেনা, অজানা পাঠককে বশীভূত করে রাখেন। একজন সঙ্গীতশিল্পী, তাঁর অসামান্য সুরের জালে মন্ত্রমুগ্ধ করে রাখেন, শ্রোতাকে। একজন যাদুকর, তাঁর হাতের অনবদ্য কৌশলে, বশ করে রাখেন, হলভর্তি দর্শকগণকে

বিধান আছে, জগতের কল্যাণের জন্য। ত্রাটক সাধনায় সিদ্ধিলাভ করে, আক্রমনোদ্যোত বাঘের চোখে, দৃষ্টি নিক্ষেপ করে, বশীভূত করে রাখা হয় বাঘকে। যিনি তন্ত্রশাস্ত্রের গূঢ়রহস্য অনুধাবনে সক্ষম হয়েছেন, তিনি, “বশীকরণ” বিদ্যাকে প্রয়োগ করেন, মানুষের কল্যাণে। জগতের, মানুষের অকল্যাণে যে বিদ্যা প্রয়োগ হয়, সে বিদ্যা শক্তিহীন হয়ে পড়ে কখনো কখনো । অন্যের ইচ্ছের বিরুদ্ধে, নিজের প্রতি অন্যকে আকর্ষিত করার ইচ্ছে, “বশীকরণ বিদ্যা”কে কলঙ্কিত করতে পারে|

দৈনন্দিন জীবনে বশিকরণ বা হিপ্নোসিসের কথা যদি বলেন তাহলে তা বৈজ্ঞানিক পদ্ধতি। আউটার মাইন্ডকে বিভিন্য পদ্ধতিতে ঘুম পাড়িয়ে দিয়ে অবচেতন মনে নির্দেশ দিয়ে বশিকরণ করা হয়।তন্ত্রে বশিকরণ বলতে, সাধকের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাতসর্যের এই পঞ্চারিপুর ওপর নিয়ন্ত্রণ করার শক্তিকে বলা হয়েছে। মানুষ মন্ত্র সাধনা বা যোগ সাধনার দ্বারা পঞ্চ রিপুকে বশিকরণ করতে পারে। সেই অর্থে বশিকরণ সম্ভব।

বশীকরণ সম্পর্কে আরো বিস্তারিত গবেষনার প্রয়োজন আছে|সঠিক ও শাস্ত্রীয় পদ্ধতিতে বশীকরণ ব্যবহার হলে তা মানব সভ্যতাতার বহু সমস্যার সমাধান করতে সক্ষম|আরো বিস্তারিত জানতে বা নিজের জীবনের সমস্যার সমাধান চাইলে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|