শ্রী অনিকেত
যত দিন বাঙালির পাড়া কালচার ছিলো নিঃসন্তান দম্পতি বা নব বিবাহিত দম্পতিদের বাড়িতে কার্তিক প্রদানের রীতি ছিলো|আজও কোথাও কোথাও পালন হয় এই রীতি। উদ্দেশ্য কার্তিকের ন্যায় সন্তান লাভ। কিন্তু কেনো?সনাতন ধর্মের অন্যতম দেবতা কার্তিক। তিনি দেব সেনাপতি। তিনি শৌর্য্য এবং বীরত্বের প্রতীক।
তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ট দেবতারা ব্রহ্মার কাছে দরবার করলে ব্রহ্মা তাঁদের জানান যে শিব ও পার্বতীর মিলনে যে পুত্র জন্মাবে সে তারকাসুরকে বধ করতে সক্ষম। সেই উদ্দেশ্য সম্পন্ন হয় মহাদেবের কৃপায় কার্তিকের জন্মের মাধ্যমে|
শাস্ত্রে কার্তিক সম্পর্কে প্রচলিত ধারণা হল তিনি শিব-পার্বতীর দ্বিতীয় পুত্র, রণনিপুণ, ময়ূরবাহন, স্বর্গরাজ্য বা দেবতাদের সেনাবাহিনীর প্রধান। আবার কোথাও তিনি অগ্নিদেবতা, যুদ্ধদেবতা, কখনও বা প্রজননের দেবতাও।
পুরান অনুসারে তারকাসুর বধের কারণে তাঁর জন্ম! আর্য দেবতা হয়েও আর্যাবর্তে আজ প্রায় ব্রাত্য! দক্ষিণ আর পূর্ব ভারতের সংকীর্ণ এক গণ্ডির মধ্যে পূজিত হন তিনি|দক্ষিণ ভারতে তিনিই মুরগান|
আজ আপনাদের সবাইকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|সুস্থ্য থাকুন।