নবরাত্রির শুভেচ্ছা

54

জ্যোতিষী শ্রী অনিকেত

শুরু হয়ে গেলো নব রাত্রি দেবী শৈলপুত্রীর পুজোর দিয়ে হয় সূচনা। শেষ হবে দেবী সিদ্ধি দাত্রীর পুজো দিয়ে।আজ থেকে আগামী নয়টি দিন আমাদের উৎসবের দিন। দেবী মহামায়ার কাছে প্রার্থনা জানানোর দিন।

বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের নয়টি রূপের পুজো করলে দেবী আদ্যা শক্তি মহামায়ার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

বিভিন্ন শাস্ত্রে বছরে চার বার নবরাত্রি পালনের বিধি  লেখা আছে। তবে দুটি নব রাত্রি বিশেষ গুরত্ব সহকারে উদযাপন করা হয় যথা চৈত্র ও শারদীয়া নবরাত্রি এই সময়ে যে নব রাত্রি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে তা শারদীয়া নব রাত্রি।

জ্যোতিষ শাস্ত্র,বিশেষ করে তন্ত্রে এই নব রাত্রির গুরুত্ব অপরিসীম।যারা শাস্ত্র মতে গ্রহ দোষ খণ্ডন করাতে চান এই সময়কে কাজে লাগাতে পারেন। রত্ন রুদ্রাক্ষ বা কবচ ধারনের জন্যও এই সময় খুবই শুভ বলে বিবেচিত হয়।বিশেষ করে যারা দূর্গা যন্ত্র গৃহে স্থাপন করতে চান বা নবদূর্গা কবচ ধারন করে সমস্ত অশুভ গ্রহের প্রভাব দুর করতে চান তারা এই সময়কে কাজে লাগাতে পারেন।

বাস্তু শাস্ত্রতেও নবরাত্রিকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হয়।এই সময়কালে বাড়িতে কিছু বিশেষ কিছু বাস্তু সামগ্রী স্থাপন করলে  সুখ সমৃদ্ধির আগমন হয়।এই সময়ে শ্রী যন্ত্র স্থাপন খুব শুভ। এছাড়া যেকোনো বাস্তু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই সময় আদৰ্শ।

সবাই শাস্ত্র মতে নব রাত্রি পালন করুন
সবাইকে নব রাত্রির শুভেচ্ছা।
ভালো থাকুন। সুস্থ্য থাকুন। শুভ নব রাত্রি।