পর্ব দুই – বাস্তু দোষ নিবারন যন্ত্র
একজন পেশাদার জ্যোতিষী ও বাস্তুবিদ হিসেবে আমি বহুবার দেখেছি জন্ম ছক ভালো হওয়া সত্ত্বেও প্রত্যাশিত সাফল্য আসেনা, এক্ষেত্রে বাস্তু দোষ একটা কারন, বাস্তু দোষ দূর করতে বাস্তু রিকনস্ট্রাকশন অনেক ঝামেলার ও অনেক ব্যয় বহুল তাই এই ক্ষেত্রে বাস্তু দোষ নিবারক যন্ত্র স্থাপন করা একটি সহজ সমাধান|
অন্যান্য যন্ত্রের মতো আমাদের চার পাশে উপস্থিত বিভিন্ন ইতিবাচক শক্তিকে কবচ হিসেবে একত্র করে এই যন্ত্র। এর প্রভাবে ব্যক্তি আনন্দে জীবন অতিবাহিত করতে পারেন|
আসুন দেখে নিই বাস্তু দোষ নিবারক যন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা, বাড়িতে এই যন্ত্র স্থাপিত করলে নবগ্রহের শুভ ফল লাভ করবেন। এর পাশাপাশি বাস্তু দোষের সঙ্গে জড়িত সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাবেন।এই যন্ত্র স্থাপন করার জন্য বাড়ির পুনর্গঠনও করতে হবে না। সাধারণ ভাবেই বাস্তু দোষ দূর করবে এই যন্ত্র।এই যন্ত্রের প্রভাবে পিতৃদোষের সঙ্গে জড়িত নানান সমস্যাও শেষ হবে এবং শুভ ফল লাভ করতে শুরু করবেন।বাস্তু দোষ নিবারক যন্ত্রের সাহায্যে রোগ, কষ্ট, দারিদ্রের অবসান ঘটে। পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন হয়।
আপনার বাড়ি বা কার্যালয় সঠিক দিকে না
থাকলে ও ঈশান কোণ দোষযুক্ত হলে অথবা বাড়ির কোনও অংশ নীচে বা সামান্য ওপরে থাকলে, কিংবা বাড়ির বাইরে নর্দমা, আবর্জনার ঢিবি, গর্ত থাকলে এই যন্ত্র খুব কার্যকরী। আবার ভুল দিকে বাড়ি নির্মিত হলে বা জমিতে অশুভ শক্তি থাকলে এই যন্ত্র মুক্তি দিতে পারে।
এই যন্ত্র সহজলভ্য এবং স্থাপনের জন্য কোনও বিশেষ মন্ত্রের প্রয়োজন হয় না তবে ইতিবাচক ফল লাভ করার জন্য বাস্তু দোষ নিবারণ যন্ত্র স্থাপন করার পর প্রতিদিন এর পুজো করবেন। প্রতিদিন পুজো করলে এই যন্ত্র আপনার শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এবং শীঘ্র দোষ থেকে মুক্ত করবে।
যেকোনো বাস্তু ও জ্যোতিষ সংক্রান্ত সমস্যায় যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|