শ্রী অনিকেত
ভারতীয় সনাতন জ্যোতিষ শাস্ত্রের সাথে গভীর সম্পর্ক রয়েছে আধ্যাত্মিকতার। আমাদের জ্যোতিষ শাস্ত্র শুধু বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে নয় তার সম্পর্ক আছে আমাদের অতীতের সাথে। এই অতীত মানে পূর্ব জন্মও হতে পারে।
পূর্বজন্মে পিতা বা পিতৃতুল্য ব্যক্তির অভিশাপ বা কুকর্মর ফল হল পিতৃদোষ। পিতৃদোষ কেবলমাত্র পূর্বজন্মেরই হবে তা নয়, পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে।পিতৃ দোষ আমাদের জন্ম ছকে বা বাস্তুতে গ্রহ দোষ রূপে প্রকাশ পায়।
পিতৃ দোষ সঠিক সময়ে সঠিক শাস্ত্রীয় পদ্ধতিতে খণ্ডিত না হলে দেখা দেয় নানা রকম সমস্যা যেমন বিবাহে বিলম্ব, স্বাস্থ্য হানী, কর্মে বাঁধা, সন্তান লাভে বাঁধা, গোপন শত্রুতা এবং আরো অনেক কিছু।
এই পিতৃ দোষের প্রতিকারের সব থেকে ভালো সময় পিতৃ পক্ষের অবসান এবং মাতৃ পক্ষের সূচনা অর্থাৎ মহালয়া। মহালয়া অমাবস্যা সব গ্রহের অশুভ প্রভাব থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়।
এই বছর মহালয়া অমাবস্যায় আমি তারাপীঠে থাকছি। বিশেষ হোম যজ্ঞর আয়োজন থাকবে।
প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবং এই বিশেষ তিথির লাভ নিন। ভালো থাকুন।