কৌশিকী অমাবস্যা এবং তন্ত্র সাধনা

107

জ্যোতিষী শ্রী অনিকেত

আগামী ২ রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে।যেকোনো অমাবস্যাকে যুক্ত করা
হয় দেবী তারা বা দেবী কালীর সাথে যদিও তন্ত্র সাধনার সাথে তবে এই কৌশিকী অমাবস্যা বিশেষ কারন এটা মা তারার আবির্ভাব তিথি এবং এই তিথিতে সিদ্ধিলাভ করেছিলো বশিষ্ট দেব এবং বামা ক্ষ্যাপা।

কিন্তু কেনো এই তিথি তন্ত্র সাধনার জন্য এতো গুরুত্বপূর্ণ তিথি এবং কি বা এই এই তন্ত্র সাধনার পথ আসুন জেনে নিই সহজ ভাবে।

ভোগের মধ্য দিয়ে যোগপথে উন্নীত হওয়া,পঞ্চ ‘ম’-কার সাধনার উদ্দেশ্য বা বলা যায় প্রবৃত্তির পথ দিয়ে নিবৃত্তিতে পৌছানো। তন্ত্রে অর্থাৎ তন্ত্র সাধনায় ভোগসাধন বস্তুগুলির সঙ্গে সাধনা সংমিশ্রিত হলে তন্ত্র ক্রিয়ার দ্বারা সাধকের ভোগবাসনা ক্রমশ নিবৃত্ত হতে থাকে।

তন্ত্র সাধনায় সাধক যখন ওই নিবৃত্তির পথে দিব্যভাবে উপনীত হন তখন তাঁর মোক্ষলাভ হয়ে থাকে। অলৌকিক অভিজ্ঞতা হতে পারে এবং দিব্য জ্ঞান লাভ বা শিক্ষা গ্রহণ করে সাধক সিদ্ধপুরুষ হয়। আবার এই জ্ঞান মা ক্ষমতা বিশেষ কাজে বা জগৎ কল্যানেও ব্যাবহিত হতে পারে তাই মানব জীবনের যেকোনো সমস্যা সমাধান সম্ভব এই বিশেষ তিথিতে।

দেবী কৌশিকী সাধনায় সন্তুষ্ট হলে তার কৃপায় সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তার আবির্ভাব তিথিতে তাকে সন্তুষ্ট করা সব থেকে সহজ। এই তিথিতে স্বর্গ এবং মর্তের দ্বার উন্মুক্ত হয় তাই সাধক যোগ বলে অসাধ্য সাধন করতে পারেন।

এবছর কৌশিকী অমাবস্যায় আমি থাকছি তারাপীঠে হোম যজ্ঞ এবং জলছত্রর আয়োজন থাকছে আপনাদের জন্য আগ্রহীরা আসুন। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ভালো থাকুন। জয় তারা।