জ্যোতিষ ও  বাস্তু শাস্ত্রে যন্ত্রমের ব্যবহার

386

পর্ব এক – শ্রীযন্ত্র

জ্যোতিষ শাস্ত্রে বা বাস্তু শাস্ত্রে যত গুলি প্রতিকার পদ্ধতির উল্লেখ আছে তার মধ্যে রুদ্রাক্ষ, রত্ন, মন্ত্র তন্ত্রর পাশাপাশি যন্ত্রও আছে, আজ থেকে এই বিশেষ সিরিজে শুরু করছি যন্ত্র নিয়ে লেখা, জানাবো কি এই যন্ত্র এবং কিভাবে তা কাজ করে|প্রথম পর্বে আজ শ্রী যন্ত্র|

আমাদের বাস্তু শাস্ত্র বা বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে ধন সম্পদ, ও  শান্তির দেবী মা লক্ষী আর দেবীকে তুষ্ট করার জন্য আমাদের প্রাচীন শাস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন শ্রী যন্ত্রম নামের এক শক্তিশালী অস্ত্র। বিশ্বাস করা হয় এই যন্ত্রমের মধ্যেই স্বয়ং লক্ষ্মী বাস করেন,শুধু অর্থই নয়, শরীর, স্বাস্থ্য, পড়াশোনা, বিবাহ, সব দিক থেকেই নাকি উন্নতি আনে এই শ্রী যন্ত্রম। তাই বাড়িতে এই যন্ত্রম প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করতে বলা হয়।

আপনি কোনও ধাতু, যেমন সোনা, রুপো বা তামা দিয়ে এটি তৈরি করতে পারেন।আবার স্ফটিক এর শ্রীযন্ত্রম বেশ কার্যকরী| আপনি এটি আপনার ঘরে বা অফিসে স্থাপন করতে পারেন। ঘরে স্থাপন করলে পুজোর জায়গায় শুদ্ধ ভাবে স্থাপন করুন। একটি লাল কাপড়ের উপর এটি বসান আর রোজ নিয়ম করে পুজো করুন। দেখবেন যেন এই যন্ত্রমের উপর সূর্যের আলো এসে পড়ে। রোজ প্রদীপ আর ধূপকাঠি দেখাবেন। আর মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রগুলির মধ্যে ” ওম মহালক্ষ্মৈ নমঃ “অন্যতম

শ্রী যন্ত্র শুধু আপনাকে অর্থই দেবে না, আপনার যাতে বিদ্যা লাভ হয়, আপনি যাতে পণ্ডিত ব্যক্তি হন, সেটির আশীর্বাদও আপনি পাবেন।আপনি মানসিক ভাবে অনেক শক্তিশালী হবেন।আপনার সঙ্গে যারা আছেন তাঁরা খুবই সুখে থাকবেন|শ্রীযন্ত্র পূজা করলে  করলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং দীপাবলির দিন যদি আপনি মন দিয়ে এই যন্ত্রমের পুজো করেন আপনার বাড়িতে সারা বছর অর্থের কমতি হবে না|

সঠিক বিধি মেনে, কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা বাস্তু বিদের পরামর্শ মেনে গৃহে শ্রীযন্ত্র স্থাপনের মাধ্যমে সর্বাধিক সুফল লাভ করতে পারেন|প্রয়োজনে যোগাযোগ করুন|আগামী 28 নভেম্বর থাকছি বর্ধমান চেম্বারে চাইলে দেখাও করতে পারেন|ফোন করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here