কৌশিকী অমাবস্যা বা তারা নিশী

50

জ্যোতিষী শ্রী অনিকেত

আগামী ২ রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পালিত হবে।সাধারন ভাবে ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা হয়। তবে এই কৌশিকী অমাবস্যার ব্যাখ্যা অনেকে অনেক রকম ভাবে করেন। এই  কৌশিকী অমাবস্যার রাতকে
তারা নিশীও বলা হয় কারন এই তিথিতে দেবী কৌশিকীই তারা রূপে আবির্ভূতা হয়ে ছিলেন।

কৌশিকী অমাবস্যা হলো সেই তিথি যে তিথিতে তিনি মহাশক্তির অধিকারীনী হয়ে কৌশিকী রূপে বধ করেন অত্যাচারী অসুর শুম্ভ ও নিশুম্ভকে|

তন্ত্রশাস্ত্রে বলা হয় কৌশিকী অমাবস্যা সাধকের সিদ্ধি লাভের জন্য সব থেকে প্রশস্ত তিথি।বাংলার মাতৃ সাধকদের অন্যতম তারাপীঠের সাধক বামা ক্ষেপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।

বহু সাধক মনে করেন এই মহা যোগে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্ত হওয়া যায়|শুধু তাই নয় তন্ত্র মতে করা যেকোনো কাজ এই তিথিতে সর্বাধিক সাফল্য লাভ করে। তাই যুগে যুগে আমাদের মতো জ্যোতিষী বা তন্ত্র সাধকরা মানব কল্যাণ এবং জগৎ কল্যানের জন্য এই তিথিকে বেছে নেন।

কৌশিকী অমাবস্যায় প্রদান করা প্রতিকার হয় সব দিক দিয়ে সার্থক এবং ফলাফল হয় চিরস্থায়ী কাজও হয় অতি দ্রুত। তাই এই রাত জ্যোতিষ এবং তন্ত্র জগতের সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়।

প্রতি বারের ন্যায় এই বারেও আমি থাকছি কৌশিকী অমাবস্যায় থাকছে বিশেষ হোম যজ্ঞ এবং পুজো পাঠের আয়োজন এবং এবছর তারাপিঠে আগত ভক্ত এবং জনসাধারনের জন্য বিশেষ জলছত্রর আয়োজন করা হয়েছে যেখানে আমি নিজে আপনাদের স্বাগত জানাবো।
প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকুন।
জয় মা তারা।