শ্রী অনিকেত
শাস্ত্র মতে শ্রী কৃষ্ণ কোনো অবতার নয় তিনি স্বয়ং ভগবান। তিনিই অবতার রূপে যুগে যুগে এই পৃথিবীতে আসেন জগৎ কে পাপ এবং পাপীদের থেকে উদ্ধার করতে এবং ধর্মকে পুনরায় স্থাপন করতে।শ্রী কৃষ্ণ একাধারে বীর যোদ্ধা আবার পরম দয়ালু তিনি দ্বারকাধীশ আবার অর্জুনের রথের সারথি|তিনি একাধারে কূটনীতিবিদ আবার প্রেম সৌন্দর্যর শেষ কথা।এই জন্মাষ্টমী তিথিতেই কেনো তিনি আবির্ভাব করলেন সেই নিয়েও আছে এক পৌরাণিক কাহিনী।
আমাদের সনাতন ধর্মে প্রতিটি তিথি একটি করে দেবতা স্বরূপ|এদের মধ্যে অষ্টমী তিথিকে এক সময় অশুভ মনে করা হতো।
নিজেকে অবহেলিত মনে করে একবার অষ্টমী তিথির খুব অভিমান হল। তাই অষ্টমী তিথি সিদ্ধান্ত নিল, ভগবান বিষ্ণুর কাছে অভিযোগ জানাবেন। সেই মতো ভগবান বিষ্ণুর কাছে অষ্টমী তিথি অভিযোগ জানালেন। আর বললেন, মর্ত্যে সব তিথি যে ভাবে মর্যাদা এবং কৌলীন্য পায়, তিনিও সমান ভাবে তাই পেতে চান।
তখন বিষ্ণূ সিদ্ধান্ত নিলেন এ বার এই অবহেলিত তিথিকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে মর্ত্যে তিনি নিজে অষ্টম বার অবতার হিসেবে জন্ম নেবেন। পরবর্তীতে অষ্টম অবতার রূপে অষ্টমী তিথিতে জন্ম গ্রহন করেন শ্রী কৃষ্ণ। এই বিশেষ তিথি হয়ে জন্মাষ্টমী যা সবচেয়ে পবিত্র।
বর্তমান সময়ে পাপে ভরা কলুষিত সমাজ আমরা দেখছি তাতে শ্রী কৃষ্ণের অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি এবং তার আগমনের জন্য অপেক্ষা করছি। আমাদের বিশ্বাস যথা সময়ে তিনি আবার আসবেন কল্কি রূপে এবং পাপী দের নাশ করবেন।
ততো দিন আমাদের অপেক্ষা করতেই হবে।
জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|জয় শ্রী কৃষ্ণ।