শ্রী অনিকেত
আজ ভারতবাসির বন্ধুত্বকে উদযাপন করার দিন।যদিও পৃথিবীর অনেকে দেশে ৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হয় আমাদের দেশে।এই দিনটি উদযাপন হয় অগাস্ট মাসের প্রথম রবিবার।অর্থাৎ আজ
বন্ধুত্বের কোনো দিন হয়না ঠিকই, তবে একটি নিদ্দিষ্ট দিনকে যদি বন্ধুত্বের নামে উৎসর্গ করা হয় ক্ষতি কি?
সেই ছোটো বেলা থেকেই ” ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে ” গান টা শুনলেই মন টা যেনো নেচে ওঠে। কিম্বা ” আয় আরেকটি বার আয়রে সখা ” অথবা ছাত্র জীবনে ” কফি হউসের সেই আড্ডা “
সবই বন্ধুত্ব নিয়ে লেখা। যা আমাদের বার বার বন্ধু শব্দের গুরুত্ব বুঝিয়ে দেয়।
শোনা যায় ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করায় তার প্রতিবাদে পরের দিন তাঁর বন্ধু আত্মহত্যা করেন।সেই স্মৃতি বহন করে এই দিনটি।পরবর্তীতে বন্ধুত্বর সম্পর্ককে উৎসর্গ করে শুরু হয় ফ্রেন্ডশিপ ডে পালন।
ভারতে বন্ধুত্ব সম্পর্কটি সব থেকে পবিত্র সম্পর্ক হিসেবে দেখা হয়। এবং একমাত্র সম্পর্ক যা ঈশ্বর নয় আমরা নিজেরা ঠিক করি। সেই কৃষ্ণ সুদামার যুগ থেকে চলে আসছে এই পরম্পরা।
আজ এই ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর দিন।
ভালো থাকুক সব বন্ধুরা। ভালো থাক সব বন্ধুত্ব। সব প্রাণের বন্ধুদের জানাই ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা।