শ্রী অনিকেত
আগামী কাল খুলে গেছে প্রভু জগন্নাথের রথ রত্ন ভান্ডার।গোটা দেশের নজর এখন শ্রী ক্ষেত্র পুরীতে। আর আজ প্রায় এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়েজগন্নাথ দেব তার নিজ গৃহে প্রত্যাবর্তন করেন ভাই ও বোনকে নিয়ে।
এই উল্টো রথেও কিছু শাস্ত্রীয় রীতি পালন হয় যেমন অধরপানা। স্বর্ণ বেশ। নীলাদ্রি বিজয় উৎসব। এতো সব শেষে আবার জগতের নাথ তার রত্ন বেদিতে ওঠেন।তারপর শুরু হয় আবার এক বছরের প্রতীক্ষা। আবার রথ যাত্রায় জগন্নাথ মিলিত হবেন তার সাধারণ ভক্তদের সাথে।
এই উল্টো রথে পারলে বাড়িতে বৃক্ষরোপণ করবেন।সাধ্যমত এই বিশেষ দিনটিতে গরিব দুঃখীদের দান ধ্যান করতে পারেন।উল্টো রথের দিন রথের দড়ি অবশ্যই টানবেন । এটাই যথেষ্ট পুন্য অর্জিত হয়।যারা রথযাত্রার শুরুতে পুজো করেছেন তারা সম্ভব হলে এই দিন বাড়িতে জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার একসাথে থাকা মূর্তি অথবা ছবি বসিয়ে পুজো করুন।এতে প্রভু জগন্নাথ প্রসন্ন হন সব সব দুঃখ কষ্ট দূর হয়।
সবাইকে উল্টো রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। সুস্থ্য থাকুন।জয় জগন্নাথ।