আজ 19 নভেম্বর নানক জয়ন্তী|অর্থাৎ এই তিথিতেই জন্মে ছিলেন শিখ ধর্মের প্রধান ধর্মগরু গুরু নানক|সারা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হবে তার জন্মোৎসব|
এই পবিত্র দিনের হিন্দু ধর্মেও বিশেষ তাৎপর্য রয়েছে| হিন্দু শাস্ত্র মতে এই দিনে চাঁদের আলোয় থাকে ইতিবাচক শক্তি। আর বিশেষ এই তিথিতে উপবাস করলে মহা পুন্য লাভ হয়|
সাধারনত কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হত শিখ গুরু নানকের জন্ম জয়ন্তি তিথি। তবে এই বছর কার্তিক মাসে নয় এই তিথি পালিত হচ্ছে অগ্রহায়ণ মাসে।
জ্যোতিষ প্রতিকার গ্রহনের ক্ষেত্রেও এই সময় বেশ গুরুত্বপূর্ণ|এই সময়ে প্রার্থনা করুন অন্তর থেকে|আমার সব ক্লাইন্ট, বন্ধু ও শুভাকাঙ্খীদের নানক জয়ন্তীর অনেক শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|