শ্রী অনিকেত
পৃথিবীর বুকে মাঝে মাঝে আসা প্রাকৃতিক দুর্যোগ গুলি হয়তো ইঙ্গিত দেয় যে প্রকৃতি যদি নিষ্ঠুর হয়, যদি প্রতিশোধ নিতে শুরু করে তাহলে কি হবে।
সত্যি তো।প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কি সভ্যতা
টিকে থাকতে পারে।
শিল্প বিপ্লবের পর থেকেই ধীরে ধীরে পরিবেশ দূষণ বেড়ে চলেছিল।তারপর পর দুটি বিশ্ব যুদ্ধ পারমাণবিক শক্তির অপব্যাবহার। সব মিলিয়ে প্রকৃতি মানব সভ্যতার কাছে অত্যাচারিত ও শোষিত হয়েছে।
বিশ্বের উন্নত দেশ গুলি যখন বুঝতে পারে ক্রমশঃ ধ্বংস হচ্ছে পরিবেশ। বাড়ছে বিশ্ব উষ্ণয়ায়ন তখন
১৯৭২ সালে জাতিসঙ্ঘের তরফে সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বড় বৈঠক হয়।
ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের। ৫ জুন তারিখটিকে এই দিবস উদযাপনের জন্য নির্ধারিত করা হয়।
আজ সেই ঐতিহাসিক বিশ্ব পরিবেশ দিবস।
আজকের দিনে আমাদের উপলব্ধি করতে হবে যে গাছ লাগানো ও প্লাস্টিক,ব্যবহার বন্ধ করা, যানবাহন কম চালানো এমন কয়েকটি সাধারণ কাজ যা আমরা সবাই পারি তা আমাদের করতেই হবে।নাহলে প্রকৃতি দ্রুত ধ্বংস হবে এবং আমরা কেউ বাঁচতে পারবোনা।
সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা।
ভালো থাকুন পরিবেশকে ভালো থাকুন।