তিরোধান দিবসে বাবা লোকনাকে শ্রদ্ধার্ঘ্য

57

শ্রী অনিকেত

পরম পূজ্য শ্রী শ্রী লোকনাথ ছিলেন সাক্ষাৎ শিব স্বরূপ, সারা জীবনে অসংখ্য ভক্ত ও শিষ্য দ্বারা পূজিত হয়েছেন তিনি, একাধিক অলৌকিক ঘটনা ঘটেছে তার জীবন জুড়ে, সে সব হয়তো আপনারা জানেন ও তবে সব থেকে বেশি তিনি স্মরণীয় হয়ে আছেন তার সেবা মূলক কাজ ও বাণী গুলির জন্যে।

তিনি বলতেন – সত্য এর মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই|তিনি আরো বলেছিলে – যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

শ্রী শ্রী লোকনাথ বাবার সারা জীবন জুড়ে আছে অসংখ্য অলৌকিক ঘটনা। এমনকি তার প্রয়ান নিয়েও আছে এক জনশ্রুতি। শোনা যায় বারদীতে বসবাসকালে এক ভক্ত তার সন্তানের যক্ষ্মা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তাঁরা কাছে আসেন। বাবা লোকনাথ মৃত প্রায়  ছেলের শরীরের যক্ষ্মা নিজ শরীরে ধারণ করেন। ছেলেটি ধীরে সুস্থ্য হতে থাকে অন্য দিকে লোকনাথ বাবার নিজের স্বাস্থ দ্রুত ভেঙে পড়তে থাকে এবং অবশেষে তিনি বারদির আশ্রমে দেহ রাখেন।

আজ দেশ বিদেশে থাকা তার অসংখ্য ভক্তদের কাছে তিনি আজও প্রথম এবং প্রধান আশ্রয়।
এই মহান সাধক কে তার তিরোধান দিবসের জানাই প্রনাম ও শ্রদ্ধা। জয় বাবা লোকনাথ।