শ্রী অনিকেত
আজ বৈশাখী পূর্ণিমা তিথিতে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।জগৎ কল্যানের জন্য আজ গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা জানানোর দিন|আজ শুধু তার জন্মদিন নয় তার সিদ্ধি লাভ ও হয়েছিলো এই তিথিতেই এবং এই দিনেই বুদ্ধের মহা নির্বাণও ঘটে।
বৈদিক বিশ্বাস মতে অনুসারে ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতেই এসেছিলেন। তিনি শুধু একজন ধর্ম প্রবর্তক বা অবতার নন তিনি একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম এবং বিশ্ব শান্তির আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল।
আসলে বুদ্ধ কোনো বিশেষ ব্যাক্তির পরিচয় নয় বুদ্ধ বলতে একটি বিশেষ আধ্যাত্বিক চেতনা পূর্ণ অবস্থাকে বোঝায় যা গৌতম বুদ্ধ লাভ করেছিলেন তার সারা জীবনব্যাপী সাধনা ও ধ্যানের মাধ্যমে|তার আদর্শ ও নীতি আমাদের মধ্যে আরো প্রসারিত হলে জগতের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে|স্বামীবিবেকানন্দ বলতেন একজন মানুষ বুদ্ধ হতে পারে। চেষ্টা করলে সবাই পারে।
সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন।বুদ্ধের কৃপায় জীবনে শান্তি আসুক। মুছে যাক জগতের সব অন্ধকার।
সবাই ভালো থাকুন।শান্তিতে থাকুন।