শুভ রাম নবমী

63

শ্রী অনিকেত

বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে ত্রেতা যুগে রাম এসেছিলেন ভগবান বিষ্ণুর অবতার হয়ে|


সাধক এবং লেখক তুলসীদাসের দেয়া তথ্য এবং সনাতন ধর্ম শাস্ত্র মতে আজকের তিথিতে জন্মেছিলেন শ্রী রাম রাম।

ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং তার মূল উদ্দেশ্য ছিলো অধর্ম কে পরাজিত করে ধর্মকে স্থাপন করা|তার জন্মদিন পালনের প্রধান উদ্দেশ্যও তাই রাম নবমী পালনের মধ্যে দিয়ে আজ মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অর্ধমকে ত্যাগ করে ধর্মকে স্বাগত জানানো হয়।


আজ সারা বিশ্বে তিনি সততা ও মূল্যবোধের প্রতীক।বহিঃবিশ্বে ভারত আর রাম যেনো
সমার্থক শব্দ। শুধু ভারত নয়। নেপাল, ইন্দো নেশিয়া শ্রীলংকা তেও তিনি আইকন। তিনি শ্রেষ্ঠ পুরুষ।

আজ এই পুন্য তিথিতে সবাইকে জানাই রাম নবমীর শুভেচ্ছা এবং অভিনন্দন।