জ্যোতিষী শ্রী অনিকেত
আজ পয়লা বৈশাখ।বাঙালির নতুন বছরের সূচনা।আজ নতুন বছরকে বরণ করে নেয়ার দিন।
বহু প্রাচীন কাল থেকে এই পয়লা বৈশাখ বাঙালি জাতির ব্যাবসায়িক সাফল্য বা অর্থনৈতিক প্রাধান্য বিশ্ব বাসির কাছে তুলে ধরছে।কারন আর্থিক ভাবে নতুন বছরের সূচনা করে এই দিনটি তাই ব্যাবসায়ীরা হালখাতা বা ব্যবসার হিসেব নিকেশ শুরু করতো এই দিনটি থেকে।এখনো বাংলায়
এই পরম্পরা টিকে আছে।
বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ নামকরণ।
আকবরের আমলে চৈত্র মাসের শেষ দিনে খাজনা পরিশোধ করতে বাধ্য করা হত। পরের দিন পয়লা বৈশাখ জমিদাররা প্রজাদের বিতরণ করতেন মিষ্টি। প্রজাদের করা হত আপ্যায়ন।সেই রাজা জমিদার দের দিন আর নেই তবুও সৌজন্যে বিনিময় এবং মিষ্টি খাওয়ানোর সেই প্রথা
এখনও চলে আসছে পয়লা বৈশাখে।
পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা ও বাংলাদেশে বাঙালিরা পালন করে এই নব বর্ষ পালন।
অসমে, নববর্ষ বিহু হিসাবে পালিত হয়।
আবার দেশের কিছু অংশে বৈশাখী উৎসব মানে
নতুন ফসল ঘরে তোলার উৎসব।
মনে করা হয় বছরের প্রথম দিন ভাল কাটলে সুন্দর কাটে অন্য দিনগুলিও। আপনাদের সবার এমনটাই কামনা করি। সারা বছর সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক সংসার। শুভ নববর্ষ।