63

নীল ষষ্ঠীর শুভেচ্ছা

শ্রী অনিকেত

বাংলার ব্রত গুলির মধ্যে নীল ষষ্ঠীর ব্রত অন্যতম এই ব্রত কথা অনুসারে বহু কাল আগে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। কিন্তু তাঁদের কোনও সন্তান ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যেত অথবা খুব বেশি দিন বেঁচে থাকতে পারত না সেই সন্তান।এরপর নীল ষষ্ঠী পালন করে তাদের জীবন বদলে গেলো, সন্তান সুখ পেলেন তারা|এরপর প্রচারিত হলো নীল পুজোর মহিমা|

শাস্ত্র মতে নীল কণ্ঠ মহাদেবের পুজো হয় আজকের দিনে। আজ মহাদেবকে সন্তুষ্ট করলে দাম্পত্য জীবন সুন্দর হয়। সন্তান দের মঙ্গল হয়।

গ্রাম বাংলার প্রচলিত রীতি অনুসারে নীলষষ্ঠীর সারাদিন উপবাস করেন মায়েরা। সন্ধেবেলা শিবের জলাভিষেকের রীতি প্রচলিত আছে। এর পর বেলপাতা, ফুল ও ফল অর্পণ করতে হয়। আকন্দ ও অপরাজিতার মালা পরিয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য মোমবাতি জ্বালতে হয়। পুজোর পর উপবাস ভঙ্গ করা উচিত। 

আপনারাও ভক্তি সহকারে নীল ষষ্ঠী পালন করুন, নীলকণ্ঠ মহাদেবকে নিজেদের মনোস্কামনা জানান|ভালো থাকুন|সবাইকে নীলষষ্ঠীর শুভেচ্ছা|