আন্তর্জাতিক জ্যোতিষ দিবসের শুভেচ্ছা

61

শ্রী অনিকেত

আমি মনে প্রাণে এবং পেশায় একজন জ্যোতিষী। জ্যোতিষ আমার ধ্যান, জ্ঞান এবং ভালোবাসা। তাই আজকের দিনটি আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আন্তর্জাতিক জ্যোতিষ দিবস।

এই দিনটি থেকে সারা বিশ্বে নতুন রাশি চক্রের সূচনা হয়। একটি নিদ্দিষ্ট গ্রহগত অবস্থাকে কেন্দ্র করে এই দিনটি পালন হয় তাই তারিখের হেরফের হতে পারে তবে গুরুত্ব সবসময় একই থাকে।

Association for Astrological Networking সর্ব প্রথম ১৯৯৭ সালে আনুষ্ঠানিক ভাবে এই দিনটি পালন করা শুরু করে। সেই থেকে গোটা বিশ্বে এই একটি নিদ্দিষ্ট দিন সমগ্র জ্যোতিষ জগৎ এবং জ্যোতিষ প্রেমি মানুষের কাছে বড়ো আনন্দের। বড়ো গর্বের।

সর্বপরি জ্যোতিষ শাস্ত্র মানুষকে নিয়ে। মানুষের জীবনে গ্রহ নক্ষত্রর প্রভাব এবং তার দীর্ঘপ্রশারি ফলাফল নিয়ে চর্চাই জ্যোতিষ শাস্ত্র। তাই মানুষকে আরো বেশি জ্যোতিষ মুখী করতে এই দিনটি কে বেছে নেয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতিষ দিবসে আমি আশা করবো আপনার ভবিষ্যত জীবনে আরও সাফল্য, আরও সমৃদ্ধি, আরও খ্যাতি এবং আরও জ্ঞান আসুক।আন্তর্জাতিক জ্যোতিষ দিবসের শুভেচ্ছা।