আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

80

জ্যোতিষী শ্রী অনিকেত

স্বামী বিবেকানন্দ বলতেন যতদিন না ভারত নারী শক্তিকে মান্যতা দেবে, প্রাপ্য সন্মান দেবে ততদিন দেশের উন্নতি সম্ভবনা। তিনি বিশ্বাস করতে নারী শক্তি যোগ্য হয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হবে।যথার্থ বলতেন। তার মন্তব্য আজও প্রাসঙ্গিক আজও সমান ভাবে গুরুত্বপূর্ণ।

আমাদের সনাতন ধর্মে নারীকে যে স্থান বা গুরুত্ব দেয়া হয়েছে তা বিশ্বে নজির বিহীন।দেবী উপনিষদ, দেবী মাহাত্ম্য ও দেবীভাগবত পুরাণে নারীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে।শাস্ত্র মতে সরস্বতী, জ্ঞানের দেবী, লক্ষ্মী, সম্পদের দেবী আবার দেবী দুর্গার প্রতিরক্ষাত দায়িত্বে আছেন।বেদে নারী শক্তিকে সদা মঙ্গলময়ী স্বরূপ বলা হয়েছে। আবার চন্ডী অনুসারে আদ্যা শক্তি মহামায়া সব নারীতে বিরাজমানা।

তবে এই নারী শক্তির জাগরনের সাথে পৌরুষত্বর কোনো বিরোধ নেই। আমাদের নারী শক্তি অর্ধ নারীশ্বর রূপে বিরাজ করতে সক্ষম। নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক সেখানে কোনো সংকীর্ণতার স্থান নেই। যারা নারী শক্তিকে বড়ো করে দেখানোর জন্য পুরুষকে ছোটো করাটা বাধ্যতামূলক মনে করেন তারা সঠিক নন।

আজকের দিনটি জগতের সব নারীকে শ্রদ্ধা জানানোর দিন, তাদের ত্যাগ ও বলিদানকে স্বীকৃতি দেয়ার দিন।আজ নারী দিবসে নারী শক্তিকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই।
শুভ নারী দিবস।