শিব চতুর্দশীর মহিমা

78

শ্রী অনিকেত

আগামী ৮ ই মার্চ  শিব চতুর্দশী। জ্যোতিষ ও তন্ত্র জগতের একটি গুরুত্বপূর্ণ তিথি। কারন দেবাদিদেব তন্ত্রশাস্ত্রের ভিত্তি। জ্যোতিষ শাস্ত্রেও মনে করা হয় সব গ্রহ গত দোষ খণ্ডিত হয় শিব কৃপায়। তাই আধ্যাত্মিক জগতে এই রাত সর্বাধিক গুরুত্বপূর্ণ রাত।

শিব রাত্রিতে প্রকট হয়েছিলো আদি শিব লিঙ্গ আবার এই শিব চতুর্দশী তিথিতেই বিবাহ হয়েছে ছিলো শিব পার্বতীর।

শিব অল্পেই তুষ্ট হন এবং ভক্তের মনোস্কামনা পূর্ণ করেন। তিনি এতটাই দয়ালু এবং ভক্তবৎসল যে অনিচ্ছা সত্ত্বেও বা অজ্ঞানতা বশত তার পুজো করলে সম্পূর্ণ ফল লাভ হয়। এনিয়ে পুরানে একটি গল্প আছে।

এক সময়ে কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীবহত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরী হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হীংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় । কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে ঘটনা চক্রে, সেই গাছটি ছিল বেলগাছ । আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল এমনকি সেই রাত টাও  ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল অনাহারে অর্থাৎ উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই।পরদিন ব্যাধ বাড়ী ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের সম্পূর্ণ  ফল লাভ হয়।এই ঘটনার কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে তার সারা জীবনের কর্মফল অনুসারে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু অজান্তে করা শিবচতুর্দশী ব্রতের ফল লাভের জন্য শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়।

যেখানে অজান্তে ব্রত পালন করায় শিব কৃপায় উদ্ধার হতে পারেন একজন সামান্য ব্যাধ সেখানে সঠিক ভাবে ভক্তি সহকারে শাস্ত্রীয় নিয়মমেনে আজ দেবাদিদেবকে ডাকলে তার পুজো করলে কি অদ্ভুত ফল পাওয়া যায় তা সহজেই অনুমেয়।

যারা জ্যোতিষ ও তন্ত্র মতে প্রতিকার গ্রহণ করতে চান। যারা রুদ্রাক্ষ বা শিব যন্ত্র স্থাপন করতে চান এবং যারা মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ করে সমস্যার সমাধান চান তারা এই তিথিকে অবহেলা করবেননা। তারাপীঠে শিব চতুর্দশীতে বিশেষ হোম যজ্ঞর আয়োজন থাকছে। অংশ নিতে যোগাযোগ করতে পারেন।ভালো থাকুন|সুস্থ থাকুন।ওঁম নমঃ শিবায়ঃ|