ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন

174

রীতি মেনে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলির শেষে শুরু হয় পুজোর  প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো বছরে দুবার পালিত হয় ছট। প্রথমবার চৈত্র মাসের এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোর প্রবত পালন করেন। 

এবছর ও শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন। আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন।

আজ, সূর্য প্রনাম করুন, সূর্য মন্ত্র জপ করুন, সম্ভব হলে নিরামিষ খান এবং সূর্য দেবকে অর্ঘ নিবেদন করুন, আপনার দিন টি শুভ হোক, 14 তারিখে থাকছি কলকাতা চেম্বারে, আসতে পারেন আপনার সমস্যা নিয়ে, উল্লেখিত নাম্বারে একবার যোগাযোগ করে নেবেন|আপনাদের সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|