শ্রী অনিকেত
বর্তমানে বিশ্বের সর্বাধিক বৃহত্তম গণতন্ত্রের নাম ভারত বর্ষ। আর এই গণতন্ত্রের ভিত্তি এবং রক্ষা কবচ আমাদের সংবিধান। এই সংবিধান আমাদের দেশের সর্বভৌম ক্ষমতার অধিকারী।
আজকের এই প্রজাতন্ত্র দিবসের দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে পরিণত হয়।
প্রজাতন্ত্র হল এমন একটি সরকারি
ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা
ভোগ করে জনগণ।আব্রাহাম লিঙ্কনের ভাষায়
গভর্নমেন্ট অফ দা পিপল, বাই দা পিপল ফর দা পিপল।এটাই প্রজাতন্ত্রে শেষ কথা।
প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন। এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা পুনর্ব্যক্ত করি।আমার তরফ থেকে সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।