মকর সংক্রান্তির শুভেচ্ছা

305

জ্যোতিষী শ্রী অনিকেত

জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজকের এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে।
হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শেষ দিন। নতুন ফসল ঘরে ওঠার আনন্দ উদযাপন করা হয় পৌষ পার্বন পালন করে।

শাস্ত্র অনুসারে আজ কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরে এসে মিশেছিলেন মা গঙ্গা এবং ভগীরথের পূর্ব পুরুষরা কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলো সেই পবিত্র গঙ্গা জলের স্পর্শে|মানুষের বিশ্বাস এই তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি মেলে সকল পাপ থেকে, পাওয়া যায় আধ্যাত্মিক শান্তি এবং মোক্ষ|

পৌষ পার্বন আবার আমাদের কাছে একটা সামাজিক মিলন উৎসব ও বটে আবার গ্রাম বাংলায় এই দিনে পীঠে পুলি খাওয়ার রেয়াজ বহু দিনের|গঙ্গাসাগর ও কুম্ভ মেলায় লক্ষ্য লক্ষ্য মানুষ আসেন এই বিশেষ তিথিতে গঙ্গায় ডুব দিয়ে পাপ খণ্ডন করতে বা মোক্ষ লাভ করতে|মানুষের সাথে মানুষের মিলন, এই তো যেকোনো উৎসবের শেষ কথা|

শাস্ত্র মেনে মকর সংক্রান্তি পালন করুন, আনন্দ করুন স্বপরিবারে। সূর্য দেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন।সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here