স্বামীজীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

44

শ্রী অনিকেত

আজ ইংরেজি তারিখ মতে স্বামী বিবেকানন্দর জন্ম জন্মদিন। যদিও আমি ব্যাক্তিগত ভাবে স্বামীজীর জন্ম তিথি পালন করে আসছি শুরু থেকে। তবু আজ জন্মদিনে স্বামীজী সম্পর্কে দুচার কথা বলতে বা বলা ভালো লিখতে ভালো লাগে।

স্বামীজীই প্রথম গর্ব করে বলে ছিলেন আগামী পৃথিবীতে ভারত একটি শক্তি শালী রাষ্ট্রে পরিণত হবে, আজ তার সেই স্বপ্ন বা ভবিষ্যতবাণী বাস্তিবায়িত হচ্ছে বলাই যায়।সেক্ষেত্রে তার শ্রেষ্টত্ব ও দূরদর্শিতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

তিনি বীর সন্যাসী, তিনি যুগ নায়ক, আমার মতে তিনি আজকের আধুনিক ভারতের রূপকার, তিনিই ভারতের অন্তর আত্মা কে নিজের অন্তরে উপলব্ধি করেছিলেন, হয়ে উঠেছিলেন ভারতের একটি ক্ষুদ্র সংস্করণ|

রবীন্দ্রনাথ তাই যথার্থই বলেছেন, ভারত কে জানতে হলে বিবেকানন্দ পড়তে হবে, সব থেকে বড়ো কথা তার মধ্যে নীতিবাচক কিছু নেই, নেগেটিভ কিছু নেই, পুরোটাই ইতিবাচক, পসিটিভ আর এই শক্তি আমাদের আজও পথ দেখায়।

সারা দেশ জুড়ে যেমন আজ যুব শক্তির উদযাপন হবে তেমনই আজ মঠের প্রতিটি শাখায় ও কলকাতায়  তার  জন্ম ভিটেতে বিশেষ উৎসব হবে।পালন হবে স্বামীজীর জন্ম দিন।

প্রকৃতপক্ষে তিনি ছিলেন যুব শক্তির প্রতীক। ভারত মাতার অন্তরাত্মা তার মধ্যে নিহিত ছিলো। তাই বিপ্লবী রা সঙ্গে রাখতেন স্বামীজীর বই। আজ
তার মেধা এবং দর্শন নিয়ে সারা বিশ্বে
আলোড়ন হচ্ছে।আরো হবে। আরো প্রসারিত হবে
স্বামীজীর ভাব ধারা তার আদর্শ।

বীর সন্ন্যাসী বিবেকানন্দকে আমার শত কোটি প্রনাম জানাই। জয়তু স্বামীজী।