শ্রী অনিকেত
আমরা যারা রামকৃষ্ণ স্বামীজী আদর্শে দীক্ষিত তারা সব ধর্মীয় উৎসবকেই সমান গুরুত্ব দিয়ে পালন করি, কারন ঠাকুর বলেছেন ” যত মত ততো পথ “
আজ ২৫ শে ডিসেম্বর ‘বড়দিন’। যিশু খ্রিস্টের জন্মদিন এই বড়দিন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান যা সব ধর্ম সম সম্প্রদায়ের মানুষের কাছে এক মিলন উৎসব।
বিশ্ব জুড়ে আজকের দিনটিতে খ্রিস্টানরা যীশুখ্রিষ্টের জন্মবার্ষিকী উদযাপন পালন করেন আমরা সবাই উৎসব পালন করি যদিও তথ্য গত ভাবে বাইবেলে যীশুর জন্মের কোন দিন ক্ষণ পাওয়া যায়নি।
বহু পরে পোপ জুলিয়াস এই দিনটিকে যীশুর জন্মদিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন |খ্রিস্টানদের বিশ্বাস মতে ২৫ শে ডিসেম্বর যীশুর জন্ম তারিখ ধরা হয়। আজকের দিনে উপহার বিনিময় করা, ক্রিসমাস ট্রি সাজানো, মিষ্টি বিতরণ করা আর অব্যশই সান্তা ক্লজের অপেক্ষা করা হয় উপহারের জন্যে|
আমরাও অপেক্ষা করছি ভালো সময়ের জন্যে, একটা সুন্দর বছরের জন্যে, তাই আজ আমরা সবাইকে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রভু যীশুর কাছে প্রার্থনা জানাবো যেনো জগতের কল্যাণ হয়। সবার সব স্বপ্ন পূরণ হয় আর যুদ্ধ বিদ্ধস্ত পৃথিবী শান্তি আর অহিংসার পথ খুঁজে পায়।
আমার সব শুভাকাঙ্খী ও বন্ধুদের জানাই বড়দিনের অনেকে শুভেচ্ছা।