শ্রী অনিকেত
আজ হলো রাস পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনী দের উপস্থিতিতে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ।
গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি।
বৈষ্ণবরা মনে করেন এইদিন স্বয়ং ঈশ্বর মর্ত্যে নেমে আসেন ভক্তদের সঙ্গে মিলিত হতে।
এই দিনে তাই বৈষ্ণব ভক্তরা তাঁদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাসলীলায়।পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রীচৈতন্যদেব নাম-সংকীর্তনের মধ্যে দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন।
শাস্ত্র মতে রাস পূর্ণিমায় পবিত্র গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এছাড়া বিষ্ণু মন্দিরে পুজো দিতে পারেন এদিন বিষ্ণুর আশীর্বাদে অক্ষয় পুণ্য লাভ করা যায়|
সবাইকে জানাই রাসপূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় শ্রী কৃষ্ণ।