ছট পুজোর শুভেচ্ছা

224

শ্রী অনিকেত

আজ সারা দেশে পালিত হচ্ছে ছট পুজো।
যদিও আসলে চারদিনের উৎসব তবে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে ছট পূজার প্রধান দিন বলে মনে করা হয়।

ছট পুজোয় অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন।

ছট পুজো একাধারে সূর্য দেবের পুজো আবার তার পাশাপাশি ব্রম্হার মানস কন্যা মা ষষ্ঠীর পুজো। এই দিন সূর্য্য দেবের আরাধনা করলে যেমন নাম যশ প্রতিষ্ঠা পাওয়া যায় তেমনই মা ষষ্ঠী আজ সন্তুষ্ট হলে সন্তান ভাগ্য ভালো হয়। পরিবারের কল্যাণ হয়। 

আজ, সূর্য প্রনাম করুন, সূর্য মন্ত্র জপ করুন, সম্ভব হলে নিরামিষ খান এবং সূর্য দেবকে ফুল মিষ্টি ও ফল দিয়ে অর্ঘ নিবেদন করুন|পারলে গঙ্গা স্নান সেরে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আপনাদের মঙ্গল হবে।

সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|সুস্থ্য থাকুন।নমস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here