শ্রী অনিকেত
পুরান অনুসারে এমনই ওকে ভাতৃদ্বিতীয়ায় শ্রী কৃষ্ণ নরকাসুরকে বধ করে গৃহে প্রত্যাবর্তন করেছিলেন এবং বোন সুভদ্রা আনন্দে ও গর্বে আত্মহারা হয়ে কপালে ফোঁটা দিয়ে তাকে বরণ করে নিয়ে ছিলেন।
আজকের দিনটি ভাই বোনের পবিত্র এবং অটুট সম্পর্ককে সমর্পন করা হয়। আজ বোনরা ভাইদের কপালে তিলক বা ফোঁটা দিয়ে তাদের জন্য প্রার্থনা জানান।
মনে করা হয়। কপালে বোনের দেয়া ফোঁটা থাকলে ভাই অজেয়। অমর। কোনো অশুভ শক্তি তাদের অনিষ্ঠ করতে পারেনা। স্বয়ং যমরাজ ও তাদের কাছে হার মানেন।
পৃথিবীর সব ভাই ও বোনেদের জানাই ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন।