শ্রী অনিকেত
আজ ধনতেরাস শাস্ত্র মতে আজ একত্রে লক্ষী ও কুবের পুজোর দিন কেনো আজ লক্ষী পুজো হয় শাস্ত্রে তার ব্যাখ্যা আছে|
পুরাণে উল্লেখ আছে একসময় দুর্বাসা মুনির অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মীর গৃহছাড়া হয়েছিলেন। লক্ষ্মী চলে যাওয়াতে স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে।দেবতারা অসুরের সঙ্গে আমরণ যুদ্ধ করে সমুদ্র মন্থনে আবার ফিরিয়ে এনেছিলেন লক্ষীকে। এই দিনটি ছিল ধনতেরাসের দিন।তাই তখন থেকেই দেবী লক্ষ্মী লাভের উদ্দেশ্যে
শুরু হয়েছিল ধনতেরাস উত্সব পালন।
আবার অনেকে বিশ্বাস করেন আজকের দিনে
কুবের পৃথিবীতে আবির্ভূত হন এবং কুবের কে পুজোর মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে ইচ্ছে মতো ধন সম্পদ লাভ করা যায়।
ধন তেরাসের এই দিন অনেকে বাড়ির মঙ্গল কামনার উদ্দেশ্যে সাধ্যমত বাস্তু সামগ্রি অথবা সোনার গয়না কেনেন। সোনা কেনা হোক বা রত্ন অথবা যেকোনো জ্যোতিষ ও বাস্তু প্রতিকার, সব দিক দিয়েই এই তিথি তাৎপর্যপূর্ণ।
সবাইকে জানাই ধনতেরাসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন।