নবরাত্রির শুভেচ্ছা

76

জ্যোতিষী শ্রী অনিকেত

চলছে নব রাত্রি এই নব নবরাত্রির প্রথম দিন ঘট স্থাপন করা হয়। বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের নয়টি রূপের পুজো করলে দেবী আদ্যা শক্তি মহামায়ার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আবার বাংলায় এই পুজোই বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত কারন বসন্তকালে এই পুজো অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শাস্ত্রে বছরে চার বার নবরাত্রি পালনের বিধি  লেখা আছে। তবে দুটি নব রাত্রি বিশেষ গুরত্ব সহকারে উদযাপন করা হয় যথা চৈত্র ও শারদীয়া নবরাত্রি এই সময়ে যে নব রাত্রি পালিত হচ্ছে সারা দেশ জুড়ে তা শারদীয়া নব রাত্রি।

জ্যোতিষ শাস্ত্র, বাস্তু শাস্ত্র এবং তন্ত্রে এই নব রাত্রির গুরুত্ব অপরিসীম।বাস্তু শাস্ত্র মতে চৈত্র নবরাত্রির আগে ঘর ভাল ভাবে পরিষ্কার করা উচিত। সে সঙ্গে এই সময়কালে বাড়িতে কিছু বিশেষ কিছু বাস্তু সামগ্রী স্থাপন করলে  সুখ- শান্তি বিরাজ আসে।যারা নব রাত্রি চলা কালীন ঘরে একটি সোনা বা একটি রুপোর মুদ্রা আনতে পারবেন খুব শুভ ফল পাবেন।এই সময়ে শ্রী যন্ত্র স্থাপন খুব শুভ আপনার বাড়ির ঠাকুরঘরে শ্রী যন্ত্র স্থাপন করুন।

যারা শাস্ত্র মতে গ্রহ দোষ খণ্ডন করাতে চান
এই সময়কে কাজে লাগাতে পারেন। রত্ন রুদ্রাক্ষ
বা কবচ ধারনের জন্যও এই সময় খুবই
শুভ বলে বিবেচিত হয়।বিশেষ করে যারা দূর্গা যন্ত্র গৃহে স্থাপন করতে চান বা নবদূর্গা কবচ ধারন করে সমস্ত অশুভ গ্রহের প্রভাব দুর করতে চান তারা এই সময়কে কাজে লাগাতে পারেন।

এই সময়ে যেকোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন।আপনাদের মুক্তেশ্বরী মায়ের মন্দিরে নব রাত্রি উপলক্ষে বিশেষ পূজো অনুষ্ঠিত হবে। চাইলে যোগাযোগ করতে পারেন।সবাইকে নব রাত্রির শুভেচ্ছা। ভালো থাকুন। ধন্যবাদ।