পিতৃপক্ষের শাস্ত্রীয় ব্যাখ্যা

91

জ্যোতিষী শ্রী অনিকেত

পঞ্জিকা মতে বাংলা বছরের বারো মাসে চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ। 
বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।ভাদ্র পূর্ণিমার পরবর্তী কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃ পক্ষ আর পিতৃ পক্ষের অবসান হলেই শুরু হয় দেবী পক্ষ। গত আজ অর্থাৎ ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে পিতৃ পক্ষ।

এই সময় কাল জ্যোতিষ ও তন্ত্র জগতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শাস্ত্রে এই পিতৃ পক্ষ সম্পর্কে বলা হয়েছে এই সময়ে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় যার মধ্যে আছে অসীম করুনা এবং অনন্ত শুভ শক্তি যা জীবনের অনেক সমস্যা দুর করতে সক্ষম।

বেদব্যাস রচিত মহাভারতে আছে কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধে নর হত্যা পাপের হাত থেকে রক্ষাপেতে এই সময়ে মর্তে ফিরে এসে পূর্ব পুরুষদের জন্য প্রার্থনা এবং শাস্ত্রী বিধি পালন করেন।

যাদের জন্ম ছকে পীড়িত গ্রহ আছে। পিতৃ দোষ আছে বা যারা তন্ত্র মতে সমস্যার প্রতিকার চান তারা এই বিশেষ সময়কে কাজে লাগাতে পারেন।

পিতৃ পক্ষের পরেই মহালয়া এবং দেবী পক্ষের সূচনা হবে।সেই সময়ের তাৎপর্য নিয়ে আবার যথা
সময়ে লিখবো। ভালো থাকুন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here