রাধাষ্টমীর শুভেচ্ছা

79


জ্যোতিষী শ্রী অনিকেত


শাস্ত্র অনুসারে, শ্রী রাধিকা  কৃষ্ণের জন্মদিনের পনের দিন পরে শুক্লপক্ষের অষ্টমীতে অভিজিৎ মুহুর্তের রাজা বৃষানুর যজ্ঞ ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন।
পঞ্জিকা অনুসারে আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাধাষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মতিথি।
কিছু কিছু শাস্ত্রে রাধা নামের মাহাত্ম কৃষ্ণ নামের থেকেও অধিক। কারন রাধাই শ্রী কৃষ্ণের শক্তির উৎস এবং আধার।


পদ্ম পুরানেও রাধাকে জগৎমাতা রূপে দেখা হয়েছে|পুরানের বাইরেও চৈতন্য চরিতামৃত তে তাকে বিশ্বের প্রধান পালিক বলা হয়েছে যা মায়েরই এক বিশ্বরূপ।ব্রহ্মবৈবর্ত পুরানে রাধাকে ব্রম্হান্ড জননী বলা হয়েছে।


জয়দেব গোস্বামীর গীত গোবিন্দে স্বয়ং শ্রী কৃষ্ণ শ্রী রাধিকার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন।
আজ রাধাষ্টমীর পুন্য তিথিতে তার শ্রী চরণ যুগলে জানাই প্রণাম। সবাইকে জানাই রাধাষ্টমীর শুভেচ্ছা।