গণেশ চতুর্থীর শুভেচ্ছা

107

জ্যোতিষী শ্রী অনিকেত

বর্তমান সময়ে বাঙালির পুজো পার্বন আর কালী পুজো এবং দূর্গা পূজোর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন বাঙালি হনুমান জয়ন্তীতে যেমন বজরংবলীর পুজো করে তেমনই আবার গণেশ চতুর্থীতে ঘটা করে গণেশ পুজোও হয়।

আজকের এই গণেশ চতুর্থী তিথি মূলত সিদ্ধি দাতা গণেশের জন্ম তিথি|ভাদ্র মাসের শুক্লা পক্ষের এই চতুর্থী তিথিতে শিব পার্বতীর পুত্র রূপে অবতীর্ন হয়েছিলেন গণেশ|

বাস্তু শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে গনেশের গুরুত্ব অপরিসীম কারন সঠিক পদ্ধতিতে তার পুজো করলে বদলায় ভাগ্য|বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ, শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না বিপদও। এছাড়াও যে কোনও পুজোর আগে প্রথমেই গণেশের পুজো করা প্রচলিত আছে|

যাদের গৃহে গণেশ স্থাপিত আছেন তারা আজ ষোড়শ পচারে গণেশ আরাধনা করুন। গণেশের প্রিয় মোদক নিবেদন করুন এবং ” ওঁম গাং গণপতয়ে ” মন্ত্র একশো আট বার পাঠ করুন। এতে দ্রুত গণেশের কৃপা লাভ করবেন।যাদের ব্যবসা আছে আজকের ব্যবসা স্থানে  গণেশ যন্ত্র স্থাপন করলে ব্যাবসায় শ্রী বৃদ্ধি হবে।

গণেশ চতুর্থীতে অনেকেই গণেশ চালিশা পাঠ করেন বা পাঠ শোনেন এতে গণেশের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস।

আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন|জয় গণেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here