আজ ধনতেরাস,শাস্ত্র মতে আজ একত্রে লক্ষী ও কুবের পুজোর দিন, কেনো আজ লক্ষী পুজো হয় তার শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে|
পুরাণে উল্লেখিত আছে , একসময় দুর্বাসা মুনির অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মীর গৃহছাড়া হয়েছিলেন। লক্ষ্মী চলে যাওয়াতে স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে।দেবতারা অসুরের সঙ্গে আমরণ যুদ্ধ করে সমুদ্র মন্থনে আবার ফিরিয়ে এনেছিলেন লক্ষীকে। এই দিনটি ছিল ধনতেরাসের দিন।তাই তখন থেকেই দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে সূচনা করা হয়েছিল দীপাবলি উত্সব।
ধন তেরাসের এই দিন অনেকে বাড়ির মঙ্গল কামনার উদ্দেশ্যে সাধ্যমত ধাতু অথবা গয়না কেনেন। প্রত্যেকটি সোনার দোকানে পাওয়া যায় বিশেষ ছাড়। সোনা কেনা হোক বা রত্ন অথবা যেকোনো জ্যোতিষ ও বাস্তু প্রতিকার, সব দিক দিয়েই এই তিথি বেশ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী|
এবছর মা মুক্তেশ্বরীর মন্দিরথেকে আপনারা দীপান্বিতা অমাবস্যার বিশেষ পুজো সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখতে পারবেন, অনলাইন পুজো দিতে পারবেন এবং সর্বোপরি যেকোনো সমস্যার তন্ত্র মতে সমাধান করাতে পারেন|যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ধনতেরাস ও দীপাবলির শুভেচ্ছা রইলো|ভালো থাকুন|নমস্কার|