বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা

89

জ্যোতিষী শ্রী অনিকেত

আজ দেব শিল্পী বিশ্বকর্মার পুজো। তিনি দেবতাদের কারিগর।তিনি মেহনতি মানুষদের আরাধ্য দেবতা।

বিশ্বকর্মার উল্লেখ রয়েছে ঋগ্বেদে। কন্যা সংক্রান্তির দিনে তাঁর পূজার বিধান। দিনটিতে সূর্য কন্যারাশিতে প্রবেশ করে। এই হিসেবে বিশ্বকর্মার পুজোর দিনটি মোটামুটি নির্দিষ্টই থাকে প্রতি বছর।

পুরান ও অন্যান্য শাস্ত্রে বর্ণিত একাধিক অস্ত্র, ও গুরুত্বপূর্ণ বস্তুর প্রধান কারিগর বিশ্বকর্মা|বিষ্ণুর সুদর্শন চক্র, কুবেরের পুস্পক রথ, শিবের ত্রিশূল
পরশুরামের ধনুক, ইন্দ্রের প্রথম বজ্র এসবই বিশ্বকর্মার সৃষ্টি|রাবনের লংকা নগরী, কুবেরের অলোকা পুরী,এমনকি পুরীর বিখ্যাত জগন্নাথ বিগ্রহও বিশ্বকর্মার স্বহস্তে নির্মিত|

যখনই দেব লোকে কোনো বিশেষ স্থাপত্য বা দৈব নিদর্শন সৃষ্টির প্রয়োজন হয় ডাক পড়ে বিশ্বকর্মার|কখনো নিরাশ করেন না বিশ্বকর্মা|নিজের অলৌকিক শিল্প সত্ত্বা ও কঠোর পরিশ্রমের দ্বারা নির্মান করেন একের পর এক শিল্প কর্ম তথা স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শনগুলি|

বিশ্বকর্মা পুজো নিষ্ঠা সহকারে পালন করেন দেশের  শিল্পীরা, শ্রমিকরা এবং স্থাপত্য শিল্পের সাথে যুক্ত শ্রমিকেরা|প্রান ভোরে তার আশীর্বাদ চান যাতে আগামী সময়ে আরো কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে নির্মান শিল্পে বা কারিগরি ও যান্ত্রিক বিভাগে প্রভূত উন্নতি লাভ করা যায়|

সবাইকে জানাই বিশ্ব কর্মা পূজোর শুভেচ্ছা।
ভালো থাকুন। আনন্দে থাকুন।