শুভ জন্মাষ্টমী

78


শাস্ত্র মতে শ্রী কৃষ্ণ কোনো অবতার নয় তিনি স্বয়ং ভগবান|একাধারে বীর যোদ্ধা আবার পরম দয়ালু তিনি দ্বারকাধীশ আবার অর্জুনের রথের সারথি|সত্য ও ধর্ম পুন্ প্রতিষ্ঠায় তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন ও উদ্ধার করবেন সব পাপ ও অশুভ শক্তি থেকে। গোটা বিশ্ব যখন সম্পূর্ণ ভাবে পাপের সাগরে নিমজ্জিত হবে তখন তিনি পুনরায় আবীরভূত হবেন কল্কি রূপে।আজ জন্মাষ্টমী যা শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি রূপে সারা বিশ্বে পালিত হচ্ছে মহা সমারোহে|


অষ্টমী তিথি নিয়ে পুরানে নানারকম গল্প আছে তার মধ্যে একটি পৌরাণিক ব্যাখ্যা সর্বাধিক জনপ্রিয়।
সনাতন ধর্মে প্রতিটি তিথি একটি করে দেবতা স্বরূপ|নিজেকে অবহেলিত মনে করে একবার অষ্টমী তিথির খুব অভিমান হল। তাই অষ্টমী তিথি সিদ্ধান্ত নিল, ভগবান বিষ্ণুর কাছে অভিযোগ জানাবেন। সেই মতো ভগবান বিষ্ণুর কাছে অষ্টমী তিথি অভিযোগ জানালেন। আর বললেন, মর্ত্যে সব তিথি যে ভাবে মর্যাদা এবং কৌলীন্য পায়, তিনিও সমান ভাবে তাই পেতে চান।


তখন বিষ্ণূ সিদ্ধান্ত নিলেন, এ বার এই অবহেলিত তিথিকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে মর্ত্যে তিনি নিজে অষ্টম বার অবতার হিসেবে জন্ম নেবেন। পরবর্তীতে অষ্টম অবতার রূপে জন্মাষ্টমী তিথিতে জন্ম গ্রহন করেন বিষ্ণু এবং অত্যাচারী কংশ কে বধ করেন।


জন্মাষ্টমী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় শ্রী কৃষ্ণ।