ধনতেরাস ও দীপাবলীতে সৌভাগ্য লাভ

199

বছরে হাতে গোনা কয়েকটি তিথি থাকে যেগুলিতে কিছু সহজ উপাচার বা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করলে সারা বছরের জন্যে সৌভাগ্য অর্জন করা যায়, ধনতেরাস এবং তার ঠিক পরদিন দীপাবলি একত্রে এমনই এক গুরুত্বপূর্ণ সময়,

ধনতেরাস উপলক্ষে রীতি মেনে এই জিনিস গুলির যেকোনো একটি গৃহে আনলে আপনার সৌভাগ্য লাভ হবেই, জিনিস গুলি হলো,কুবের মূর্তি,স্ফটিক শ্রীযন্ত্র,কুবেরকুঞ্জি,ক্রিস্টালের পিরামিড যন্ত্র,মেরু যন্ত্র,ক্রিস্টালের কচ্ছপ|

এবার আসি উপাচারের দিকে, ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনও ভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দিতে পারেন।

ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন বাড়ির যে কোনও জায়গায় বা টবে লাগিয়ে দিন। এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে।

ধনতেরাসের দিন সন্ধ্যা বেলা ১৩টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে। এই কাজ বাড়ির প্রত্যেকটা সদস্য করতে পারেন

ধনতেরাসের দিন বাড়িতে রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করুন। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।

সব শেষে বলবো যাদের জন্মছকে কোনো গ্রহগত সমস্যা রয়েছে, যাদের বিশেষ প্রতিকার ধারন প্রয়োজন অথবা তন্ত্র মতে কোনো বিশেষ সমস্যার সমাধান চান তারা এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিকার করালে অনেক দ্রুত ও ভালো ফল আশা করতে পারেন|প্রয়োজনে নির্দ্বিধায় পোস্টে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন|ভালো থাকুন|নমস্কার|