শিক্ষক দিবসের শুভেচ্ছা

109

ভারতকে বর্তমানে বিশ্ব গুরু বলা হয়। এই বিশ্ব গুরু হয়ে ওঠার পেছনে যাদের সব থেকে বেশি অবদান আছে তারা হলেন আমাদের দেশের আদর্শ শিক্ষকরা।আজ সেই শিক্ষকদের শ্রদ্ধা জানানোর দিন।আজ শিক্ষক দিবস।

বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলে
গেছিলেন—‘‘যাঁরা শিশুদের শিক্ষাদানে ব্রতী তাঁরা অবিভাবকদের থেকেও অধিক সম্মাননীয়। পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করেন|আজকের দিনটা আমাদের দেশে পালিত হয় সেই মহান শিক্ষকদের শ্রদ্বা জানানোর দিন হিসেবে|

এই সেপ্টেম্বরের  পাঁচ তারিখ শিক্ষক দিবস পালনের সাথে জড়িত  ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লির নাম| আজ রাধাকৃষ্ণণ এর জন্মদি|
শোনা যায়, তাঁর কিছু প্রিয় ছাত্র ও অধ্যাপক বন্ধুবান্ধব, তাঁর জন্মদিন পালন করতে আগ্রহান্বিত হলে—রাধাকৃষ্ণণ তাঁদের বলেছিলেন,‘‘আমার জন্মদিন পৃথক ভাবে পালন না করে আমি গর্বিত হব, দিনটি যদি দেশের সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয়।’’ সেই পথ চলা শুরু, আজও চলছে পরম্পরা|

কুরুক্ষেত্রে শ্রী কৃষ্ণ শিক্ষকের ভূমিকা নিয়ে ছিলেন। তিনি যুদ্ধ করেননি। শিখিয়ে ছিলেন গোটা বিশ্বকে কিভাবে লড়তে হয়। কিভাবে জিততে হয়।
সামনেই জন্মাষ্টমী। তার শিক্ষা আমরা যদি নিতে পারি সব যুদ্ধে জয় লাভ করা সম্ভব।

আমার সব শিক্ষক ও অভিভাবক কে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং শ্রদ্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here