জ্যোতিষী শ্রী অনিকেত
আজ ঝুলন যাত্রা|সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব|আজ রাধা কৃষ্ণের রাধা-কৃষ্ণের প্রেমের ‘ঝুলন’! রাধা -কৃষ্ণের লীলা হল ঝুলনযাত্রা|
‘ঝুলন’ শব্দটি মূলত এসেছে ‘দোলনা’ শব্দটি থেকে। রাধা-কৃষ্ণের ভক্তেরা এই বিশেষ দিন দোলনা সাজিয়ে যুগলবিগ্রহ স্থাপন করে পুজো করেন। শুধু মন্দির বা বনেদিবাড়িতে নয়, বহু হিন্দু বাড়িতেই আয়োজন করা হয় ঝুলন উৎসবের দোলনার ওপর দেব-দেবীকে বসিয়ে, নানা রকমের মাটির পুতুল, গাছপালা, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় ঝুলনে।
শাস্ত্রে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার উল্লেখ থাকলেও, সবকটা পালন করা হয় না, সাধারণত। তবে যেগুলি নিয়মিত পালন হয় তার মধ্যে- রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নানযাত্রা ও ঝুলনযাত্রা তাৎপর্যপূর্ণ
শাস্ত্র মতে, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে সূচনা হয়েছিল ঝুলন উৎসবের। ঝুলন উৎসবের দিন রাধা -কৃষ্ণের বিগ্রহ পূর্ব -পশ্চিম দিকে দোলানো হয়। আসলে সূর্যের উদয় ও অস্ত এবং উত্তরায়ন – দক্ষিণায়নের ওপর নির্ভর করেই এই অবস্থানের দিক নির্দিষ্ট করা হয়েছে বলে জানা যায়।
আধ্যাত্মিক ভাবে তাৎপর্য জ্যোতিষ শাস্ত্র মতে যেকোনো কাজের জন্যই শুভ|জ্যোতিষ পরামর্শ ও প্রতিকার গ্রহন করতে যারা ইচ্ছুক তারা শুভ সময়কে কাজে লাগাতে চাইলে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন নমস্কার|জয় শ্রী কৃষ্ণ।