জ্যোতিষী শ্রী অনিকেত
বর্তমানে জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার রূপে বেশ জনপ্রিয়তা লাভ করেছে পাইরাইট। তবে মানব সভ্যতায় প্রায় কয়েক হাজার বছর ধরে পাইরাইট ব্যাবহার হয়ে আসছে যার নাম গ্রিক
শব্দ “pyr” থেকে এসেছে যার অর্থ “আগুন”।
বিদ্রূপাত্মকভাবে “বোকার সোনা” ও বলা হয়।
সোনালী রঙ এবং তেজদীপ্ত উপস্থিতির জন্য পাইরাইট ছিলো প্রাচীন গ্রিক এবং মিশরীয় সভ্যতার অন্যতম জনপ্রিয় অলংকার তৈরীর সামগ্রী।
পাইরাইট ব্যক্তির নেতিবাচক তরঙ্গগুলি সরিয়ে দেওয়ার জন্য এবং শুভ শক্তিকে আকর্ষণ করার জন্য সুপরিচিত। ব্রেসলেট, আংটি, হার বা লকেট হিসেবে র পাইরাইট বা পালিশ করা পাইরাইট ধারণ করা যায়।
পাইরাইট সব থেকে বেশি কাজ করে অর্থ নৈতিক সমস্যায়। পাইরাইট এমন মানসিকতা তৈরী করে যাতে ধারণকারী ব্যাক্তি আলস্য কাটিয়ে ওঠে এবং অর্থ রোজগারের জন্য সর্বদা সচেষ্ট হয়।
পাইরাইট যদিও রাশি লগ্ন নির্বিশেষে সবাই পড়তে পারে তবে যেহেতু অগ্নি তত্ত্ব তাই মেষ, মঙ্গল বা সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সব থেকে বেশি লাভ পায়।
যদি অর্থের অভাব থাকে। ভাগ্য সাথ না দেয়। একবার অবশ্যই পাইরাইট পরুন। নিশ্চই ভালো ফল পাবেন। আরো বিশদে জানতে যোগাযোগ
করতে পারেন।ধন্যবাদ।