হ্যাপি ফ্রেন্ডশিপ ডে

107

জ্যোতিষী শ্রী অনিকেত

বন্ধুত্বের কোনো দিন হয়না ঠিকই, তবে একটি নিদ্দিষ্ট দিনকে যদি বন্ধুত্বের নামে উৎসর্গ করা হয় ক্ষতি কি?

আজ ভারতবাসির জন্য সেই দিন।যদিও পৃথিবীর অনেকে দেশে ৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হয় আমাদের দেশে।এই দিনটি উদযাপন হয় অগাস্ট মাসের প্রথম রবিবার।অর্থাৎ আজ।

সেই ছোটো বেলা থেকেই ” ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে ” গান টা শুনলেই মন টা যেনো নেচে ওঠে। কিম্বা ” আয় আরেকটি বার আয়রে সখা “
সবই বন্ধুত্ব নিয়ে লেখা। যা আমাদের বার বার বন্ধু শব্দের গুরুত্ব বুঝিয়ে দেয়।

কিন্তু দিনটির একটি ইতিহাস ও আছে।শোনা যায় ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করায়, তার প্রতিবাদে পরের দিন তাঁর বন্ধু আত্মহত্যা করেন।সেই স্মৃতি বহন করে এই দিনটি।

ভারতে বন্ধুত্ব সম্পর্কটি সব থেকে পবিত্র সম্পর্ক হিসেবে দেখা হয়। এবং একমাত্র সম্পর্ক যা ঈশ্বর নয় আমরা নিজেরা ঠিক করি। সেই কৃষ্ণ সুদামার যুগ থেকে চলে আসছে এই পরম্পরা।

আজ এই ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর দিন।
ভালো থাকুক সব বন্ধুরা। ভালো থাক সব বন্ধুত্ব। সব প্রাণের বন্ধুদের জানাই ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here